প্রতিবছর ২৪০ জন করে দক্ষ ডিপ্লোমা কৃষিবিদ সৃষ্টি ও ৬০০জন করে আধুনিক কৃষি প্রযুক্তি জ্ঞানসম্পন প্রশিক্ষিত কৃষক তৈরির লক্ষ্যে ২০১৪ সালে স্থাপিত হয় এই ইনস্টিটিউট। এদ্দোশ্যে ২০১৫-১৬ শিক্ষা বর্ষে ৪ বছর মেয়াদী কৃষিডিপ্লোমা কোর্র্সে ১৫৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে ভর্তিকৃত শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও আধুনিক কম্পিউটার ল্যাব ও ট্রেড ভিত্তিক বিভিন্ন কোর্স চালু করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ২০১৯-২০২০ সেশন মোট ১৩০ জন শিক্ষার্থী প্রথম পর্বে ভর্তি করা হয়। বর্তমানে বিভিন্ন পর্বে মোট ৪৩২ জন শিক্ষা্থী অত্র ইনস্টিটিউটে অধ্যয়নরত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস